সুশান্তের সঙ্গে ঝগড়ার পর ফ্ল্যাট ছেড়ে চলে যান রিয়া
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'আত্মহত্যার' তদন্তে নেমে প্রয়াত অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রতিটি দিক খুঁটিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
সুশান্তের 'আত্মহত্যা'র পর থেকে ইতোমধ্যেই ১৪ জনের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।
জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর থেকেই তার সাবেক বান্ধবী ও প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নিয়ে নানা গুঞ্জন চলছে। বৃহস্পতিবার দিনভর মুম্বাইয়ের বান্দ্রা থানায় পুলিশ রিয়াকে প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে বলে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, "পুলিশকে দেওয়া জবানবন্দিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রিয়া। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নভেম্বরে বিয়ের কথা মেনে নিয়েছেন রিয়া। পাশাপাশি সেই কারণেই নতুন ফ্ল্যাটও দেখছিলেন তিনি।"
জিজ্ঞাসাবাদে রিয়ার মোবাইল ফোন স্ক্যান করে মুম্বাই পুলিশ। এছাড়াও ছাড়াও তার ফোনের সব ছবি, ভিডিও কল রেকর্ডের তথ্য তারা সংগ্রহ করেন।
হিন্দুস্তান টাইমস তাদের ওই প্রতিবেদনে লিখেছে, "সুশান্তের সঙ্গে তার বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্টেই থাকতেন রিয়া। তবে সুশান্তের আত্মহত্যার দিন কয়েক আগেই তিনি সেখান থেকে চলে যান। জিজ্ঞাসাবাদে রিয়া জানান, সুশান্তের ফ্ল্যাটমেট ও তার ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকে নিয়ে তাদের দুজনের ঝগড়া হয়েছিলো। রিয়া আপত্তি জানিয়েছিলেন সেই ফ্ল্যাটে সিদ্ধার্থের উপস্থিতি ঘিরে। সুশান্তকে তিনি বলেছিলেন, সিদ্ধার্থকে বলতে ফ্ল্যাট খালি করে দেওয়ার কথা। কিন্তু সুশান্ত রাজি না হওয়ায় সেখান থেকে চলে যান রিয়া। তবে তার পরেও সুশান্তের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সেই সমস্ত টেক্সট মেসেজ পুলিশকে দেখান তিনি।"
ওই প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে তার বেস্ট ফ্রেন্ড মহেশ শেট্টিকে ফোন করেন সুশান্ত, এরপর রিয়ার নাম্বারে কল করেন। তবে তাদের কারও সঙ্গেই সুশান্ত'র কথা হয়নি। সকালে উঠে সুশান্ত দেখেন মহেশ তাঁকে ফোন করেছে, সুশান্ত তাকে কল ব্যাক করলেও তাদের আর কথা হয়নি।
বলিউড তারকাদের ওপর সংবাদ করা পিঙ্কভিলা সাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে, সুশান্তের ডিপ্রেশনে থাকার বিষয় নিয়েও পুলিশকে অনেক তথ্য দিয়েছেন রিয়া চক্রবর্তী।
সেখানে বলা হয়, "পুলিশ তার কাছে শেষ কয়েকমাসে সুশান্তের আচরণে কোনও পরিবর্তন এসেছিল কিনা জানতে চায়। সেই নিয়ে রিয়া পুলিশকে সুশান্তের ক্লিনিক্যাল ডিপ্রেশনে থাকবার বিষয় নিয়ে বেশকিছু প্রমাণ দিয়েছে। এমনকি অবসাদ কাটাতে সুশান্ত মেডিটেশন,যোগার সহায়তা নিচ্ছিলেন সেকথা বলেন রিয়া। তিনি জানান, এমন অনেক দিন থাকত যখন সুশান্ত মারত্মকভাবে ভেঙে পড়ত,এমনকি ওষুধ খাওয়াও বন্ধ করে দিন। অনেক জোরাজুরি করলেও নাকি শেষের দিকে ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত।"
"রিয়া আরও জানান, যখন তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন গোটা ঘটনা তিনি ফোন করে সুশান্তের বোনকে (মিতু সিং) জানিয়েছিলেন। এমনকি সুশান্তের সঙ্গে এসে থাকারও অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সুশান্তের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্যে রিয়ার উপস্থিতি নিয়ে আপত্তি জানানো হয়।"
সোমবার কুপার হাসপাতালের মর্গে সুশান্তকে শেষবিদায় জানাতে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী। তবে ভিলে পার্লের পবন হংস শ্মশানে দেখা যায়নি তাকে।