শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা
জাপানের আবহাওয়া অধিদপ্তর এই আশঙ্কা করছে যে এই অঞ্চলে সমুদ্রের ঢেউ ৫ মিটারের মতো উঁচু হতে পারে।
জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটিতে সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।
জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের খবরে ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের উপকূলবর্তী নোটো এলাকার বাসিন্দাদের "দ্রুত অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে''বলা হয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর এই আশঙ্কা করছে যে এই অঞ্চলে সমুদ্রের ঢেউ ৫ মিটারের মতো উঁচু হতে পারে।
এছাড়াও প্রতিবেশি নিগাটা এবং টয়ামা অঞ্চলেও সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।