পাকিস্তানের তিন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত
তৌফিক ওমর ও শহীদ আফ্রিদির পর পাকিস্তানের আরও তিনজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলীর করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি)। আক্রান্ত হওয়ায় এই তিন ক্রিকেটারের ইংল্যান্ড সফর অনিশ্চয়তায় পড়ে গেছে।
এই তিন ক্রিকেটার ছাড়াও রাওয়ালপিন্ডিতে ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা টেস্ট করানো হয়। তবে এই দুই ক্রিকেটারের ফল নেগেটিভ এসেছে।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলেও শাদাব, হারিস ও হায়দারের মধ্যে কারো শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। এই তিন ক্রিকেটার ১৪ দিন আইসোলেশনে থাকবেন।
এই তিন ক্রিকেটারের সংস্পর্শে আসা সবাইকে সেলফ-আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। যদিও পাকিস্তান ক্রিকেট দল এখনও অনুশীলন শুরু করেনি। এ কারণে পুরো দলকে আইসোলেশনে যেতে হচ্ছে না।
সোমবার পাকিস্তান দলের আরও অনেকেরই করোনা টেস্ট করা হয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক, বোলিং কোচ ওয়াকার ইউনিস ও ফিজিওথেরাপিস্ট ক্লিক ডিকন ছাড়া বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা টেস্ট করানো হয়েছে। লাহোর, করাচি ও পেশোয়ারে এদের টেস্ট করানো হয়।
আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে ইংলিশদের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পাকিস্তান দল। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।