সুপার ওভারের রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে টিবিএস
দ্রুত উইকেট হারালেও একটা সময়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জেতার সমীকরণটা সহজ ছিল। কিন্তু শেষ দুই বলে একটি ডট ও একটি উইকেট পড়ায় ম্যাচ টাই হয়। রোমাঞ্চকর লড়াইয়ের পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। ৬ বলের রোমাঞ্চ পেরিয়ে দারুণ এক জয় তুলে নেয় টিবিএস।
মঙ্গলবার পল্টনের আউটার মাঠে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে উত্তেজনায় ঠাসা ম্যাচে চ্যানেল২৪-কে সুপার ওভারে ৮ রানে হারিয়েছে টিবিএস। এই জয়ে ৩২ দলের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। ১৭ জানুয়ারি একই ভেন্যুতে শেষ আটের লড়াইয়ে সময় টেলিভিশনের বিপক্ষে লড়বে টিবিএস।
টস হেরে আগে ব্যাটিং করা চ্যানেল২৪-কে বড় সংগ্রহ গড়তে দেয়নি টিবিএস। ম্যাচসেরা মোস্তাফিজুর রহমান প্রান্তসহ বাকি বোলারদের দাপুটে বোলিংয়ে প্রতিপক্ষকে ৭৬ রানে আটকায় তারা। চ্যানেল২৪-এর শুভ সর্বোচ্চ ৩২ রান করেন।
এ ছাড়া সাগর ২২, আতিক ৬ ও ফয়েজ ৪ রান করেন। ২ ওভারে ১৮ রান খরচায় ৩টি উইকেট নেওয়া টিবিএসের প্রান্ত জেতেন ম্যাচসেরার পুরস্কার। মেহেদী হাসান রোমেল পান একটি উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না টিবিএসের। দ্রুতই ৩টি উইকেট হারায় তারা। সেখান থেকে জুটি গড়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক শান্ত মাহমুদ ও তানভীর আহমেদ প্রান্ত। টিবিএসের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শান্ত।
এ ছাড়া প্রান্ত ১১, রোমেল ৪ ও রবিউল হক ৪ রান করেন। শেষ বলে আউট হওয়া শাহাদাত হোসেন সৈকত ৭ রান করেন। সুপার ওভারে রবিউল ও রোমেলের ব্যাটে ১৮ রান তোলে টিবিএস। জবাবে সৈকতের দারুণ বোলিংয়ের সামনে ১০ রানের বেশি তুলতে পারেনি চ্যানেল২৪।