দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের গড় ব্যয় ছিল দেড় কোটির বেশি: টিআইবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের গড় ব্যয় দেড় কোটি টাকারও বেশি ছিল বলে টিআইবির এক গবেষণায় উঠে এসেছে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) টিআইবি নির্বাচনের তফশিল ঘোষণার আগ থেকে এবং ঘোষণার পরে নির্ধারিত সময়ে প্রার্থীদের ব্যয় নিয়ে এক গবেষণার প্রতিবেদন প্রকাশ করে। তারা ৫০ টি আসনের ১৪৯ জন প্রার্থীর উপর গবেষণাটি করে।
গবেষণায় অন্তর্ভুক্ত আসনগুলোতে তফশিল ঘোষণার পূর্ব থেকে নির্বাচন পর্যন্ত সময়ে নির্ধারিত ব্যয়সীমার বেশি ব্যয় করেছেন ৬৫.৭৭ (৯৮) শতাংশ প্রার্থী। সবচেয়ে বেশি ব্যয় করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা (গড়ে ১১.৪৫ গুণ বেশি)। বিজয়ী প্রার্থীরা গড়ে ৩,০৯,৫৬,৪৩৮ টাকা ব্যয় করেছেন (সর্বোচ্চ ৩৮,৭৭,১০,১৪৪ টাকা, সর্বনিম্ন ১৬,৪৫,০০০ টাকা)।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে নির্বাচন পর্যন্ত গবেষণায় অন্তর্ভুক্ত আসনগুলোতে মোট ১৪৯ জন প্রার্থীর গড়ে ১,০২,৭৭,২৬৫ টাকা ব্যয় (সর্বোচ্চ ১৮,১৫,৫০,৮০০ টাকা, সর্বনিম্ন ৪৪,৮০০ টাকা) হয়েছে। সার্বিকভাবে তফশিল ঘোষণার পূর্ব থেকে নির্বাচন পর্যন্ত প্রার্থীদের গড় ব্যয় হয়েছে ১,৫৬,৮৩,৭৭৭ টাকা (সর্বোচ্চ ৩৮, ৭৭১০,১৪৪ টাকা, সর্বনিম্ন ৭০,০০০ টাকা); যা নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত ব্যয়সীমার (প্রার্থী প্রতি সর্বোচ্চ ২৫ লাখ টাকা) ৬ গুণ বেশি।
প্রার্থীদের ব্যায়ের উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে- পোস্টার, নির্বাচনী ক্যাম্প, জনসভা ও কর্মীদের জন্য ব্যয় ইত্যাদি। গবেষণার তথ্য বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘনের ধারা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় ছিল ৩ গুণ। যা এবারের নির্বাচনে ছিল ৬ গুণ।