চট্টগ্রামের কিছু অংশে গ্যাস সরবরাহ শুরু
চট্টগ্রাম নগরীতে গতকাল (শুক্রবার) মধ্যরাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর অবশেষে সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ১৯ জানুয়ারি বিকেল ৪টার দিকে পাইপলাইনের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়। আজ, শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার মধ্যে পুরো শহরে গ্যাস ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
পেট্রোবাংলা ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি সকাল পর্যন্ত ২৩ কোটি ঘনফুট তরল গ্যাস সরবরাহ করা হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আমিনুর রহমান বলেন, "আমরা আশা করছি আজ বিকেল ৩টার মধ্যে পুরো নগরীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।"
জানা গেছে, সকাল থেকে চট্টগ্রামের কিছু বাসিন্দা গ্যাস পেতে শুরু করেছেন। গ্যাসের চাপ কম থাকলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তারা।
সাধারণত, টার্মিনাল থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরুর পর ধীরে ধীরে চাপ বাড়তে থাকে, সরবরাহ বাড়ে। পরে বিতরণ সংস্থাগুলো তা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। একটি টার্মিনাল সাধারণত ৫০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করতে পারে।
এর আগে কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়। গতকাল (১৯ জানুয়ারি) ভোর ৩টার দিকে এই অচলাবস্থা শুরু হয়।