করোনায় বাংলাদেশ ব্যাংক উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমীর মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে মারা গেছেন।
রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'হৃদরোগের কারণে আল্লাহ মালিক কাজেমীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।'
বেশ কিছুদিন ধরেই হাসপাতালটিতে আল্লাহ মালিক কাজেমী চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তার পরিবারসূত্রে জানা গেছে, আরও কিছু শারীরিক জটিলতা নিয়ে তিনি শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক জানিয়েছেন গভর্নর ফজলে কবির।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান।