জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/01/23/rally_0.jpg)
ক্যাম্পাসের আশপাশের এলাকায় জমি দখলের অভিযোগসহ ছয়টি অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার অনুসারীরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে একে একে জড়ো হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্যানেলের ছয়টি হলের নেতা-কর্মীরা।
বেলা পৌনে ২টার দিকে পরিবহন চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি অমর একুশ পাদদেশ প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ, সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল, ফয়সাল খান রকি ও সাজ্জাদ শোয়াইব চৌধুরীর নেতৃত্বে মীর মশাররফ হোসেন হল, আ ফ ম কামালউদ্দিন হল, শহিদ সালাম-বরকত হল, আল বেরুনী হল, শহিদ রফিক-জব্বার হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ উপস্থিত নেতারা হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় জমি দখল, সংগঠনের নেতাকর্মীদের সাথে অশোভন আচরণ ও সংগঠনে সময় না দেওয়াসহ ছয়টি অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, আমরা আজকে বিভিন্ন হলের নেতা-কর্মী একত্র হয়েছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও হাবিবুর রহমান লিটন কর্মীদের খোঁজ না রাখা, কমিটির দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সমন্বয় না করা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিকেন্দ্রীকরণ না করে নিজ হলকেন্দ্রিক চিন্তা-চেতনা পোষণ করা, প্রত্যেকটি হলের কর্মী সভা করেও দীর্ঘদিন যাবত হল কমিটি না দেওয়া, হল কমিটির বিষয়ে কথা বলতে চাইলে বিভিন্ন সময়ে নেতা-কর্মীদের সঙ্গে অশোভন আচরণ এবং নানান ব্যস্ততার অজুহাত দেখানো, সংগঠনের কর্মীদের নিয়ে চিন্তা না করে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় জমি দখল এর মতো ব্যক্তিগত স্বার্থে বেশি ব্যস্ত থাকেন।
তারা আরও বলেন, এসব গুরুতর অভিযোগ ও নৈতিক স্খলনের প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা তাকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আমি এই মুহূর্তে ক্যাম্পাসেই অবস্থান করছি। আমি কমিটির পুরো সময় নেতা-কর্মীদের নিয়েই ছিলাম। পুরোটা সময় তাদেরকে দিয়েছি। শাখা ছাত্রলীগের একটি কমিটি বললেই অবাঞ্ছিত হয়ে যায় না। আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব। আশা করি তারা বুঝতে পারবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সভাপতি করে শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। এরমধ্যে হাবিবুর রহমান লিটন পোষ্য কোটায় ভর্তি হন।