আজকের মধ্যে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি রজনীগন্ধা ডুবির আট দিনেও পুরোপুরি উদ্ধারকাজ শেষ হয়নি। আজ বুধবারও উদ্ধার কার্যক্রম চলছিল। উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' এর সাহায্যে আজ দিনের মধ্যে ফেরিটি উদ্ধার করা সম্ভব হতে পারে বলে আশা করছেন উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আজ সকালে সরেজমিনে পাটুরিয়া ঘাটে দেখা যায়, ফেরিটি উদ্ধারে তৎপরতা চলছে। ফেরিটির খানিকটা অংশ পানির উপরে তুলতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। এখন ফেরিটিকে সোজা করার কাজ চলছে।
এর আগে গত শুক্রবার দুপুরের পর থেকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
আজ দুপুর দেড়টা নাগাদ মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামীদ মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইতোমধ্যে ফেরিটির বেশ কিছু অংশ দৃশ্যমান হয়েছে। ফেরিটি উলটে গিয়েছিল। এখন সেটিকে সোজা করে উদ্ধারের চেষ্টা চলছে। আজকের মধ্যেই এটি সোজা করে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (কমার্স) মো. খালেদ নেওয়াজ টিবিএসকে বলেন, 'গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগেই প্রত্যয়ের সাহায্যে ফেরিটির তলা দৃশ্যমান করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। আজ দুপুর নাগাদ এর বেশ কিছু অংশ দৃশ্যমান হয়েছে। এখন এটিকে সোজা করার চেষ্টা চলছে।'
এছাড়াও এখন পর্যন্ত ফেরিটিতে থাকা মোট ৯টি ট্রাকের মধ্যে ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
আজ দুপুর ২টা পর্যন্ত উদ্ধারকারী জাহাজ রুস্তমের মাধ্যমে ৮ম ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।