বাঁ চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব
দেশে-বিদেশে অনেক চিকিৎসককে দেখিয়েও লাভ হচ্ছিল না সাকিব আল হাসানের। তার চোখের সমস্যাই ধরা যাচ্ছিল না। অবশেষে অভিজ্ঞ এই অলরাউন্ডারের চোখে সমস্যা ধরতে পেরেছেন চিকিৎসকরা। বাঁ চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব, যে কারণে ব্যাটিংয়ের সময় ঠিকভাবে বল দেখতে পাচ্ছেন না তিনি।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। সাকিবের চোখের সমস্যার নাম এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি বা সংক্ষেপে সিএসআর। মূলত বাঁ চোখের রেটিনায় তরল পদার্থ জমে চোখে ঝাপসা দেখা, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার কারণে ব্যাটিংয়ে অসুবিধা হচ্ছে তার।
চোখের এই রোগের কারণে বল দেখতে সমস্যা হওয়ার কথা, কারণ বস্তুর আকার আকৃতি দেখার সময় দৃষ্টিবিভ্রম হওয়া এর অন্যতম লক্ষণ। টাইপ 'এ' পার্সোনালিটি সম্পন্ন মানুষের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাথলেটরা সাধারণত এ ধরনের ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। মানসিক চাপ থেকে এই সমস্যা বৃদ্ধি পায়, তবে সমস্যাটা এমনিতেই চলে যায়। ফলে আপাতত নমনীয় চিকিৎসাতেই কাজ হবে বলে মনে করছে বিসিবির মেডিকেল টিম।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'বাঁ চোখে সমস্যা হচ্ছে সাকিবের। বাংলাদেশ ও দেশের বাইরের চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এবং একাধিক মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে, বাঁ চোখের এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগে ভুগছে সে। সমস্যা সমাধানে আপাতত নমনীয় চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
চোখের সমস্যা মেটাতে না পেরে বিপিএলের মাঝেই সিঙ্গাপুর যান সাকিব। রংপুর রাইডার্সের হয়ে এক ম্যাচ খেলে গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরে যান তিনি। সেখানে র্যাফলস আই সেন্টার ও ন্যাশনাল আই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান বাংলাদেশ অলরাউন্ডার। চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে ঠিক করা হয়েছে তার চোখের চিকিৎসাপদ্ধতি। আজ রাতে ঢাকা ফিরে কাল দুপুরে সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
সাকিবের চোখের সমস্যা ধরা পড়ে গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। ব্যাটিংয়ের সময় বলা দেখা নিয়ে খুবই অস্বস্তিতে পড়েন তিনি। চেন্নাইয়ে চিকিৎসক দেখান সাকিব, তাকে চোখের ড্রপ দেওয়া হয় সে সময়। তবে সেই ড্রপ কাজে আসেনি। 'স্ট্রেস' থেকে তার চোখের সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। চাপ কমে গেলে সমস্যা কমে যাবে বলেও জানানো হয়।
চোটের কারণে বিশ্বকাপের শেষ অংশে ছিটকে যাওয়া সাকিব যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। চাপ কমলেও তার চোখের সমস্যা দূর হয়নি। যুক্তরাষ্ট্র গিয়ে আবারও চিকিৎসক দেখান তিনি। যদিও তার চোখে কোনো সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। চাপ ছিল না বলেই চোখের সমস্যা পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হয়।
এরপর নির্বাচনের মাঠে তুমুল ব্যস্ত থাকতে হয় মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবকে। ব্যস্ততা, চাপে আবারও চোখের সমস্যা ফিরে আসে তার। রংপুর রাইডার্সের অনুশীলনে চমশা পরে ব্যাটিং করেও পাননি সমাধান। স্ট্রেস থেকেই চোখের সমস্যা হচ্ছে কিনা, সেটা নিশ্চিত হতে লন্ডনে চিকিৎসক দেখাতে যান সাকিব। সেটাতেও কাজ না হওয়ায় সিঙ্গাপুরে উড়ান দেন তিনি, তাতে অবশেষে মিলল সমাধানের পথ।