কাশ্মীরে ফের স্কুল খুলেছে: শিক্ষার্থী উপস্থিতি কম
কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিল করার পর আজ সোমবার স্কুলগুলো খুলেছে। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষকরা কাজে ফিরছেন। কিন্তু সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কম।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার বেশিরভাগ অংশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েনের ফলে শ্রীনগরের ১৯০ টি প্রাথমিক বিদ্যালয় ফের খুলে দিতে সম্ভব সব ব্যবস্থা নিচ্ছে সরকার। কিন্তু বেসরকারিা স্কুলগুলো এখনও বন্ধ রয়েছে। নগরীতে গত দুদিনের সহিংস বিক্ষোভের পর অভিভাবকরা নিরাপত্তাহীন অনুভব করছেন বলে ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না।
১৫ দিন পর খুলে দেওয়ার পর বেমিনার পুলিশ পাবলিক স্কুল ও কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেশকিছু উপস্থিতি চোখে পড়ছে।
বাতামালুর মহারাজপোরার বাসিন্দা আদুল আজিজ বললেন, “ বাচ্চাদের আমি স্কুলে পাঠাতে পারি না। পরিস্থিতি অনুকূল নয়। তাই ঝুঁকি নেওয়া যাবে না।”
“এখনকার অবস্থায় এত বেশি অনিশ্চয়তা যে, বাচ্চাদের এ সময় স্কুলে পাঠানোর প্রশ্নই ওঠে না”— রফারুক আহমেদ দার নামের আরেক অভিভাবক বললেন।
পাঁচটি শহরে স্কুল বন্ধ রয়েছে বলে জানালেন বারামুল্লা জেলার সরকারি কর্মকর্তারা। তবে জেলার অন্যান্য স্থানের স্কুলগুলো এখন খোলা।
একজন কর্মকর্তার ভাষ্য, “পাত্তান, পালহালান, সিংহপোরা, বারামুল্লা ও সপোর শহরে নিষেধাজ্ঞার বিষয়ে শিথিলতা এখনও নেই। জেলার অন্য সব জায়গায় স্কুল খোলা। যেসব শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছে তাদের সংখ্যার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য স্কুলগুলো থেকে নিচ্ছি।”
গত দুদিনের সহিংসতার পর শহরতলীগুলোতে অল্প কিছু বিদ্যায়তন খোলা থাকলেও, পুরনো শহর ও আবাসিক এলাকাগুলোতে স্কুলগুলো বন্ধই রয়েছে বলে জানালেন শ্রীনগর জেলার ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা।
সোমবার থেকে সব প্রাথমিক স্কুল খুলে দিতে ও সরকারি অফিসগুলো চালু করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
আগস্টের ৫ তারিখে কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যটি দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টির ঘোষণা দিয়েছে সরকার। এরপর থেকে রাজ্যটিতে চলমান নিষেধাজ্ঞা সম্প্রতি শিথিল করা হয় তুলনামূলক শান্তিপূর্ণ অঞ্চলগুলোতে।
তবে উপত্যকার বেশিরভাগ জুড়ে দোকানপাট এখনও বন্ধ। সরকারি যানবাহনও চলছে না। নিষেধাজ্ঞা শিথিলের পর কেবল কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।
ষূত্র: হিন্দুস্তান টাইমস