সৈনিকদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছে চীন
চীন জানিয়েছে তিব্বত উপত্যকায় ২০ জন প্রশিক্ষককে পাঠানো হয়েছে চীনা সৈন্যদেরকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়ার জন্য। এ ধরনের সিদ্ধান্তের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সেনাবাহিনীর নতুন এ প্রশিক্ষকদের নিয়োগের খবর প্রথম জানায় চীনা সরকারি সংবাদমাধ্যম। গত ২০ জুন সরকারি টেলিভিশন সিসিটিভি জানায় ২০ যোদ্ধাকে সংগ্রহ করা হয়েছে এনবো ফাইট ক্লাব থেকে। তিব্বতের রাজধানী লাসায় তারা অবস্থান করবে।
তবে চীনা সংবাদমাধ্যম এটা নিশ্চিত করেনি যে এই প্রশিক্ষকরা ভারত সীমান্তে মোতায়েন চীনা সৈন্যদেরকে প্রশিক্ষণ দেবে কিনা।
এর আগে গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এই সীমান্ত সংঘর্ষে চীনা পক্ষের কতজন সৈন্য আহত বা নিহত হয়েছে সে বিষয়ে চীন এ পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তবে ভারতীয় পক্ষ বলছে ৭৬ জন সৈনিক আহত হয়েছে।
পরমাণু শক্তির অধিকারী চীন ও ভারত সীমান্ত সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে।
বৈরী আবহাওয়া আর উঁচু এ এলাকাটি আকসাই চিনের নিকটবর্তী, চীনের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত এ অঞ্চল ভারতও নিজেদের বলে দাবি করে। প্রায় অর্ধশতাব্দী পর প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটলো দু'দেশের মধ্যে।
১৯৯৬ সালে দু'দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দুই পক্ষের কেউই এই এলাকায় অস্ত্র কিংবা বিস্ফোরক বহন করে না। এরই প্রেক্ষিতে হয়তো মার্শাল প্রশিক্ষণের পরিকল্পনা করছেন চীনা সেনাবাহিনী।