চট্টগ্রামকে হারিয়ে নক-আউটের দ্বারপ্রান্তে রংপুর
বিপিএলে জয়রথ ছুটছেই রংপুরের। চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়ে নক-আউট পর্বের কাছে চলে গেছে সাকিব আল হাসানের দল।
রংপুরের বড় সংগ্রহের ধারেকাছেও যেতে পারেনি চট্টগ্রাম। রিজা হেন্ড্রিকস, জেমস নিশামদের দারুণ ব্যাটিং নৈপুণ্য আর অধিনায়ক সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে শুভাগত হোমের দলকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর।
রংপুরের দেওয়া ২১২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৮ রানে থেমেছে চট্টগ্রামের ইনিংস। এক সৈকত আলীর ৬৩ রানের ইনিংস ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। ২৪ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ৩২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন জেমস নিশাম।
এর আগে টস জিতে ব্যাট করে ২০ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ২১১ রান তোলে রংপুর। রিজা হেন্ড্রিকস ৪১ বলে পাঁচ চার ও তিন ছয়ে করেছেন ৫৮ রান, কিউই অলরাউন্ডার নিশামের ব্যাট থেকে এসেছে ঝড়ো ২৬ বলে ৫১ রানের ইনিংস।
এছাড়া নুরুল হাসান সোহানের ৩১ ও সাকিবের ২৭ রানের ইনিংসও রংপুরের রান বাড়াতে সাহায্য করেছে। চট্টগ্রামের সালাউদ্দিন শাকিল ১৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।