আফিফের হ্যাটট্রিকে জর্ডান রূপকথা থামিয়ে আবারও চ্যাম্পিয়ন কাতার
জর্ডান রূপকথা পেল না পূর্ণতা, কাতারের কাছে হেরে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতার স্বপ্নভঙ্গ হলো জর্ডান নদীর তীরের দেশটির। ফাইনালে স্বাগতিক কাতার জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।
এই নিয়ে পরপর দুইবার এশিয়ার রাজা হলো কাতার। ২০১৯ সালে আরব আমিরাতে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতা কাতার এবার ঘরের মাঠে দেখা পেল দ্বিতীয় শিরোপার।
জর্ডান মূলত হেরেছে এক আকরাম আফিফের কাছে, হ্যাটট্রিক করেছেন এই মিডফিল্ডার। তার সবগুলো গোলই এসেছে পেনাল্টি থেকে। কিন্তু ফাইনালের মঞ্চে গোল করাই যেখানে পরম আরাধ্য, সেখানে আফিফ কীভাবে সেগুলো করেছেন তাতে খুব বেশিকিছু যায় আসে না।
লুসাইলের প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ম্যাচের ২২ মিনিটে প্রথম পেনাল্টি পায় কাতার। আফিফ এগিয়ে দেন স্বাগতিকদের। এরপর ৬৭ মিনিটে সমতা ফেরায় জর্ডান। গোল করেন আল-নাইমাত। কিন্তু বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি তারা।
পাঁচ মিনিট পরই আবার পেনাল্টি পায় কাতার। এবারও গোল করতে ভুল করেননি আফিফ। ম্যাচের যোগ করা সময়ে নিজেই আরেকটি পেনাল্টি আদায় করে নেন আফিফ, সেখান থেকে হ্যাটট্রিক পূর্ণ করার পাশপাশি কাতারের শিরোপা জয়ও নিশ্চিত করেন এই মিডফিল্ডার।