করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল ইসলাম মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ড. ফকরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রাজশাহী নগরীর কাজীহাটা এলাকায় বসবাস করতেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন এই অধ্যাপক। ভর্তির আধঘণ্টা পরই তার মৃত্যু হয়।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান ডা. সাইফুল।