জয় দিয়েই লিগ শুরু মেসি-সুয়ারেজদের
জয় দিয়েই মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি। মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মায়ামি। ঘরের মাঠ লিওনেল মেসি-লুইস সুয়ারেজ যুগলবন্দী নিজেরা গোল না পেলেও অবদান রেখেছেন জয়ে।
মায়ামির হয়ে গোল দুটি করেছেন রবার্ট টেইলর ও দিয়াগো গোমেজ। মেসির পাস থেকেই ৩৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন টেইলর। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে দ্বিতীয় গোল পায় তাতা মার্তিনোর দল। ৮৩ মিনিটে গোমেজকে দিয়ে গোলটি করান লুইস সুয়ারেজ।
ম্যাচের আগে সুয়ারেজকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় মায়ামি। দলের হয়ে এর আগে সুয়ারেজের অভিষেক হলেও সে সব ছিল প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ। আজ মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলেছেন উরুগুয়ের তারকা এই স্ট্রাইকার।
সুয়ারেজের খেলার মধ্যে দিয়ে মায়ামিতে ঘটেছে এক পুনর্মিলনীও। মেসি-বুস্কেটস-জর্দি আলবার সঙ্গে সর্বশেষ চার বছর আগে একসঙ্গে খেলেছিলেন সুয়ারেজ। ২০২০ সালের পর এই ম্যাচেই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ একসঙ্গে খেলতে নেমেছেন তারা।
যে ম্যাচে এই চারজন একসঙ্গে সর্বশেষ খেলেছিলেন সেটির স্মৃতি অবশ্য ভুলে যাওয়ার মতোই, চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বার্সা।