লোহিত সাগরে ইসরায়েল-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সংশ্লিষ্ট জাহাজে ‘নিষেধাজ্ঞা’ জারি করলো হুথিরা
ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলির ওপর লোহিত সাগর অঞ্চলে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুথিরা। মূলত গাজায় নির্বিচারে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বিদ্রোহী সশস্ত্র গ্রুপটি এই সিদ্ধান্ত নিয়েছে।
হুথিদের হিউমেনটেরিয়ান অপারেশনস কোঅরডিনেশন সেন্টার গতকাল (বৃহস্পতিবার) ঐ অঞ্চলে পরিচালিত শিপিং বীমাকারী সংস্থাগুলিকে নিষেধাজ্ঞার এই আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। এক্ষেত্রে লোহিত সাগর ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এডেন উপসাগর ও আরব সাগর।
হুথিদের এমন সিদ্ধান্তে ইসরায়েলি, আমেরিকান এবং ব্রিটিশ ব্যক্তি বা সংস্থার মালিকানাধীন জাহাজগুলি সরাসরি হুমকির মুখে পড়বে। সেইসাথে এইসব দেশের পতাকাবাহী জাহাজগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে৷
এদিকে হুথিরা গত নভেম্বর থেকেই লোহিত সাগর অঞ্চলে গাজার বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলোর সাথে সংশ্লিষ্ট জাহাজগুলিতে বারবার হামলা চালিয়ে আসছে। এক্ষেত্রে ইরান-সমর্থিত গোষ্ঠীটির দাবি, গাজায় চলমান ইসরায়েলের হামলা বন্ধ না করলে হামলা চলবে।
এদিকে গত ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে গত বৃহস্পতিবার হুথি নেতা আব্দুলমালিক জানান, গোষ্ঠীটি নিজেদের আক্রমণের ক্ষেত্রে 'সাবমেরিন অস্ত্রের' ব্যবহার চালু করেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, "লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালি এবং এডেন উপসাগরে কার্যকর অভিযান অব্যাহত রয়েছে।"
হুথিরা ২০১৪ সালে ইয়েমের রাজধানী সানা ও দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল। যদিও সৌদি নেতৃত্বাধীন জোট পরবর্তী সংঘাতে ইয়েমেনি সরকারকে সামরিকভাবে সমর্থন করেছিল। কিন্তু হুথিরা তবুও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং শক্তি ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে।
হুথিরা এমন এক আন্তর্জাতিক বাণিজ্য রুটে হামলা করেছে যা বিশ্বের শিপিং ট্রাফিকের প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী। এক্ষেত্রে বেশকিছু শিপিং কোম্পানি তাদের জাহাজগুলিকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে করে বাড়ছে দূরত্ব ও সময়। পণ্য নষ্ট হওয়া থেকে শুরু করে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে হামলার জবাবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী জানুয়ারিতে ইয়েমেনে বিমান হামলা শুরু করে। একইসাথে ওয়াশিংটন পুনরায় হুতিদের একটি 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে আখ্যায়িত করেছে।
এদিকে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে যে, তারা হুথিদের বিরুদ্ধে 'আত্মরক্ষামূলক' চারটি অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে সাতটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং একটি ড্রোন ধ্বংস করেছে; যেটি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছিল।
সেন্টকম আরও জানায়, দুটি হুথি ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে ব্রিটিশ মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে আঘাতের ফলে একজন আহত হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে ছয়টি হুথি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান