রুশ সামরিক বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন ভারতীয়রা
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়ার হয়ে লড়ছেন।
তবে যোগ দেওয়া ভারতীয়রা রুশ সেনাবাহিনীর হয়ে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে কিনা তা এখনও নিশ্চিত করেনি ভারত সরকার।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কয়েকজন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সহায়ক কাজের জন্য নাম লিখিয়েছেন বলে তারা অবগত।
এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দিল্লি জানায়, ভারতীয় দূতাবাস তার নাগরিকদের তাৎক্ষণিক মুক্তি নিশ্চিত করতে রাশিয়ান কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা সব ভারতীয় নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বন করার এবং এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।'
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভারতের পত্রিকা 'হিন্দু' জানায়, প্রায় ১৮ জন ভারতীয় বিভিন্ন ফ্রন্টলাইন শহরে আটকা পড়েছেন এবং এদের মধ্যে অন্তত তিনজনকে রুশ সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে।
হিন্দু পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, প্রতারণার শিকার হয়েছেন ভারতীয়রা। দুবাইয়ের কিছু দালালের খপ্পরে পড়ে উচ্চ বেতনের চাকরি ও রাশিয়ান পাসপোর্টের আশায় রাশিয়ায় পাড়ি জমান তারা। কিন্তু মস্কোয় পৌঁছানোর পর তাদের রুশ সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গোলাবারুদ চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর গত মাসে পাঠিয়ে দেওয়া হয় সরাসরি যুদ্ধক্ষেত্রে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে প্রায় ১০০ জন ভারতীয়কে কমপক্ষে এক বছরের চুক্তির আওতায় নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, গত মাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনে নেপালিদের কাজ করার অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। রুশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অন্তত ১০ নেপালি সেনা নিহত হয়েছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন