‘সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শোনে, আমাদের তো মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত’
চোখের সমস্যার কারণে বিপিএলের শুরুর দিকে ঠিকভাবে ব্যাটিং করতে পারেননি সাকিব। প্রথম দুই ম্যাচে ২ রান করে করার পর বদলে যায় তার ব্যাটিং অর্ডার। পরের দুই ম্যাচে রংপুর রাইডার্সের ৫ ও ৮ উইকেট পড়লেও নিজে থেকেই ব্যাটিংয়ে নামেননি সাকিব। এরপর ছন্দে ফিরেছেন তিনি, খেলেছেন কয়েকটি জড়ো ইনিংস। কিন্তু অস্বস্তি ফুরায়নি তার। আগের মতো করেই গ্যালারি থেকে ভেসে এসেছে 'ভুয়া ভুয়া' দুয়ো।
প্রায় প্রতিটা ম্যাচেই সাকিবকে দুয়ো শুনতে হয়েছে। তিনি ব্যাটিং বা বোলিংয়ে গেলেই 'ভুয়া ভুয়া' আওয়াজ উঠেছে। বিশেষ ব্যাটিংয়ের সময় এই অস্বস্তির অভিজ্ঞ বেশি হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডার। বর্তমান সময়ে সাকিবের নামটি যার সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়েছে, সেই তামিম ইকবালকেও শুনতে হয়েছে 'ভুয়া' দুয়ো। তবে সাকিবের তুলনায় কম দুয়ো শুনেছেন তিনি।
বিষয়টি আর সবার মতো মুশফিকুর রহিমের কাছেও অস্বাভাবিক। দেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের দুয়ো শোনার ব্যাপারটি তার কাছে লজ্জার। বুধবার মিরপুরে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবদের রংপুর রাইডার্সকে হারিয়ে ফরচুন বরিশালকে ফাইনালে তোলার নায়ক মুশফিকের কণ্ঠে এ নিয়ে হতাশা ঝরল।
রংপুর-বরিশাল ম্যাচ ছাপিয়ে লড়াইটি ধরা হচ্ছিল সাকিব-তামিমের লড়াই। বিষয়টি নিয়ে কখনও নিজেদের দলের মধ্যে কথা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, 'সত্যি বলতে এ রকম বড় ম্যাচে যদি একজন লাইম লাইটে থাকে, সবচেয়ে নির্ভার থাকা যায়। দুজন দুজনে যুদ্ধ করবে, আমরা আমাদের খেলা খেলব। সত্যি কথা, দুজনকেই দেখেছি, নির্ভার ছিল। দুজনই দুজনের মতো ছিল, কিন্তু দুজনই জানে কতো বড় কন্ট্রিবিউটর ওরা নিজেদের দিক থেকে।'
'আমি মনে করি তাদের বলার কিছু নেই, দুজনই দুই দিক থেকে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের নিয়ে যুদ্ধ তো দূরের কথা, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক। তারা বাংলাদেশের জন্য যতোটা দিয়েছে এবং ইনশাআল্লাহ দেবে, যা অতুলনীয়। যারা কথা বলেন, যারা এই ভুয়া ভুয়া বলেন ভাই, এটা আসলে..। সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শোনে, তাহলে আমাদের তো মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত। এটা খুবই স্বাভাবিক, তাদের মতো খেলোয়াড় যদি ভুয়া শোনে!' যোগ করেন মুশফিক।
অপ্রত্যাশিত এই অভিজ্ঞতা অবশ্য সাকিবের আরও আগেই হয়েছে। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের মাঝে দেশে ফেরন তিনি। মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময় সাকিবকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' বলা হয়। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পরও দুয়ো শুনতে হয় সাকিবকে। বিপিএলের দুয়ো শোনাটা তার জন্য নিয়মিত হয়ে উঠেছিল।
এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি আক্ষেপের কথা জানিয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও। তিনি বলেছিলেন, 'সবচেয়ে বড় কথা, আমাদের ক্রিকেট (বাংলাদেশের ক্রিকেট) এই জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয়, আমরা খুব বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের (দুয়ো) ঘটনা হচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়।'