বাংলাদেশ ও ইউএইতে ৬৪,৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
বাংলাদেশে ও সংযুক্ত আরব আমিরাতে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানি করার অনুমোদন দিল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এ পেঁয়াজ রপ্তানি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে।
এদিকে ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে শুরু করে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে এবং পাইকারি দাম স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
পাশাপাশি পেঁয়াজের দাম বৃদ্ধি কমানোর জন্য ভারত সরকার ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটন পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম ৮০০ ডলার মূল্যসীমা বেধে দিয়েছিল।
২০২৩ সালের আগস্ট মাস থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত অভ্যন্তরীণ বাজারে প্রধান সবজির সরবরাহ ভালো করতে পেঁয়াজ রপ্তানির উপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
এমন পরিস্থিতিতে সত্ত্বেও ভারতের কাছ থেকে পেঁয়াজ আমদানি করতে চেয়েছিল প্রতিবেশী একাধিক দেশ। এরই পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞায় শিথিলতা এনে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল দেশটির কেন্দ্রীয় সরকার।