সৈয়দ হকের ‘অপ্রকাশিত গান’ প্রকাশের আগেই চলে গেলেন এন্ড্রু কিশোর
বছর দুয়েক আগের ঘটনা। তখনও ক্যানসার বাসা বাঁধেনি এন্ড্রু কিশোরের শরীরে। গান নিয়েই সারাদিন বসবাস জনপ্রিয় এই শিল্পীর। এক বিকেলে ফোন করলেন। দেখা না গেলেও ওপাশের কণ্ঠে চিরচেনা হাসি। সম্ভবত আনন্দের কোনো খবর দেবেন। বলে রাখা ভালো, আমি তখন কাজ করতাম আরেকটি শীর্ষস্থানীয় দৈনিকের বিনোদন বিভাগে। সেই সূত্রেই পরিচয়। আলাপ।
কুশল শেষে জানালেন, 'নতুন একটা গান করছি।' শিল্পী নতুন নতুন গান করবেন, এটাই স্বাভাবিক। তখনো কথা শেষ হয়নি তার।
বললেন, 'এই গানটা কার লেখা জানিস?' উত্তরের আশা করলেন না। নিজেই জানিয়ে দিলেন, 'এটা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা। হাসপাতালের কেবিনে শুয়ে মৃত্যুর আগে আগে লিখে গেছেন তিনি। সেই গানগুলো আমি পেয়েছি। খুব তাড়াতাড়ি রেকর্ডিং করব।'
সৈয়দ শামসুল হকের লেখা বেশ কয়েকটি গান থেকে একটি গানের রেকর্ডিং করেছিলেন এন্ড্রু কিশোর। সৈয়দ হকের পরামর্শে ও তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হকের কথামতো গানটি সুর করেছিলেন সঙ্গীতজ্ঞ আলম খান। প্রকাশ পাওয়ার কথা ছিল প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। এভাবেই প্রস্তুত ছিল সবকিছু।
সোমবার রাতে কথা হয় সংগীতার স্বত্বাধিকারী সেলিম খানের সঙ্গে। তিনি বলেন, 'গানটির রেকর্ডিং হয়ে গিয়েছিল। গানের মাস্টারকপিও জমা দিয়েছিলেন এন্ড্রু কিশোর। কিন্তু ভিডিও করা হয়নি। কিশোরদাই বলেছিলেন, গানটার একটা দারুণ ভিডিও করার পর প্রকাশ করতে। কিন্তু তার পরপরই দাদা অসুস্থ হয়ে পড়েন। আর ভিডিও করা হয়নি এবং গানটাও প্রকাশ করা হয়নি।'
কবে নাগাদ প্রকাশ হবে গানটি- জানতে চাইলে সেলিম খান বলেন, 'এখন তো ভিডিও ছাড়াই প্রকাশ করতে হবে। দেখা যাক, খুব তাড়াতাড়ি প্রকাশ করব।'
জানা গেছে, সৈয়দ শামসুল হকের লেখা নতুন ওই গানের শিরোনাম 'ফুলের গন্ধের মতো'। সংগীতা থেকে 'অপ্রকাশিত সৈয়দ হক ১' নামে বাজারে আসবে গানটি। এন্ড্রু কিশোর জানিয়েছিলেন, 'অপ্রকাশিত সৈয়দ হক' নামে আরও কিছু গান আসবে। কিন্তু বাকিগুলো রেকর্ডিং করা হয়েছে কি না, জানাননি তিনি।
বলে রাখি, এন্ড্রু কিশোর কণ্ঠশিল্পী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন 'বড় ভালো লোক ছিল' ছবিতে সৈয়দ শামসুল হকের লেখা 'হায়রে মানুষ রঙিন ফানুস' গানটির জন্য। ওই গানের সুরকারও ছিলেন আলম খান। এ ছাড়া তিনি বরেণ্য এই লেখকের লেখা 'তোরা দেখরে চাহিয়া', 'আমি চক্ষু দিয়া দেখতেছিলাম', 'চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা'সহ আরও বেশ কিছু গান গেয়েছিলেন। প্রতিটি গানই শ্রোতাপ্রিয় হয়।
২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। চার বছর পর সোমবার প্রয়াত হলেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। দুজনের মৃত্যুই ক্যানসার নামক মরণব্যাধিতে।