মার্গট রবিকে পেছনে ফেলে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা অ্যাডাম স্যান্ডলার
২০২৩ সালে চারটি চলচ্চিত্র থেকে অ্যাডাম স্যান্ডলারের মোট আয় ৭৩ মিলিয়ন মার্কিন ডলার আয়। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, তিনি এখন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
গত বছর নেটফ্লিক্সের তিনটি চলচ্চিত্রে প্রযোজনা ও অভিনয় করা ৫৭ বছর বয়সী এই তারকাকে ফোর্বস ২০২৩ সালের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসাবে মনোনীত করেছে। অ্যাডামের পর দ্বিতীয় স্থানে আছেন মার্গট রবি এবং তৃতীয় স্থানে টম ক্রুজ।
এ বছর 'মার্ডার মিস্ট্রি ২', 'ইউ আর সো নট ইনভাইটেড টু মাই ব্যাট মিটজভাহ' ও 'লিও' সিনেমায় অভিনয় করেন অ্যাডাম।
'মার্ডার মিস্ট্রি ২' নেটফ্লিক্সের ২০২৩ সালের পঞ্চম সর্বাধিক দেখা ছবি ছিল।
এছাড়া নিনা ডবরেভ, এলেন বারকিন ও পিয়ার্স ব্রসনান অভিনীত 'দ্য আউট-লজ' প্রযোজনা করেছেন এই কমেডি তারকা।
সর্বশেষ ২০০২ সালে 'মিস্টার ডিডস' ও 'পাঞ্চ-ড্রাঙ্ক লাভ'সহ বেশ কয়েকটি কমেডি ছবিতে অভিনয় করে ফোর্বসের তালিকায় শীর্ষে উঠেছিলেন অ্যাডাম। ওই বছর তার মোট আয় ছিল ৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
২০০২ সালের পর ২০২৩ সালে এসে আবার শীর্ষ স্থান দখল করেছেন তিনি।
৩৩ বছর বয়সী মার্গট রবি তালিকার দ্বিতীয় স্থানে আছেন। সহ-প্রযোজিত 'বার্বি' সিনেমা থেকে তার ২০২৩ সালে মোট আয় আনুমানিক ৫৯ মিলিয়ন ডলার (৪৬ মিলিয়ন পাউন্ড)।
২০২৩ সালে টম ক্রুজের আয় আনুমানিক ৪৫ মিলিয়ন ডলার। বক্স অফিসে তার সর্বশেষ ছবি 'মিশন: ইম্পসিবল' খুব বেশি ব্যবসা না করতে পারলেও ২০২২ সালের 'টপ গান: ম্যাভেরিক' এর কল্যাণে তালিকার তৃতীয় স্থান দখল করে রেখেছেন তিনি।
'বার্বি' ছবিতে মার্গট রবির সহশিল্পী রায়ান গসলিং এবং 'ওপেনহেইমার' ছবির ম্যাট ডেমন দুজনেই ৪৩ মিলিয়ন ডলার আয় করে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন।
আর 'এয়ার' ছবিতে ডেমনের সঙ্গে অভিনয় করা বেন অ্যাফ্লেক ৩৮ মিলিয়ন ডলার আয় করে আছেন নবম স্থানে।
'মার্ডার মিস্ট্রি' ও এর সিক্যুয়েল ছবিতে অ্যাডাম স্যান্ডলারের সহশিল্পী জেনিফার অ্যানিস্টন ৪২ মিলিয়ন ডলার আয় করে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন।
এবারের তালিকায় শীর্ষ দশে মাত্র দু'জন নারী অভিনয় শিল্পী জায়গা পেয়েছেন, যার মধ্যে জেনিফার অ্যানিস্টন একজন।
গত পাঁচ বছরে তিনি মাত্র দুটি চলচ্চিত্রে কাজ করলেও তার বেশিরভাগ উপার্জন সম্ভবত তার অভিনীত সিটকম টেলিভিশন সিরিজ 'ফ্রেন্ডস' থেকে এসেছে।
'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ৪১ মিলিয়ন ডলার আয় করে তালিকার একমাত্র ইংরেজ অভিনেতা জেসন স্ট্যাথামের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন।
স্ট্যাথাম ২০২৩ সালে চারটি ছবিতে অভিনয় করেছিলেন: ফাস্ট এক্স, মেগ ২: দ্য ট্রেঞ্চ, এক্সপেন্ডেবলস এবং অপারেশন ফরচুন: রুস ডি গুয়েরে।
ইকুয়ালাইজার অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ২৪ মিলিয়ন ডলার নিয়ে আছেন তালিকার দশম স্থানে। ৬৯ বছর বয়সী এই অভিনেতা তালিকার সবচেয়ে বয়স্ক এবং একমাত্র কৃষ্ণাঙ্গ অভিনেতা।
২০২২ সালে ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন টাইলার পেরি, আর আগের টানা তিন বছর শীর্ষে ছিলেন 'রক' খ্যাত ডোয়াইন জনসন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন