বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা; শেষ হিট সিনেমা ৫ বছর আগে; তবু টম ক্রুজ, মার্গট রবির চেয়ে বেশি আয়
বর্তমানে বিশ্বের শীর্ষ অভিনেতাদের কথা ভাবলেই মনে চলে আসে টম ক্রুজ, টম হল্যান্ড, ডোয়েন জনসন, মার্গট রবি, রায়ান রেনল্ডসের মতো অভিনেতাদের নাম। উপমহাদেশ থেকে আসবে শাহরুখ খান, প্রভাসের মতো অভিনেতাদের নাম।
তবে সবাইকে ছাপিয়ে বিশ্বের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে এ বছর সবার ওপরে আছেন এমন একজন, যার গত পাঁচ বছরে কোনো বক্স অফিস হিট নেই। তবুও ওপরে বলা বাকি সব অভিনেতাদের চেয়ে বেশি আয় করেন।
২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার জায়গাটি দখল করেছেন অ্যাডাম স্যান্ডলার। ১৯৯০ ও ২০০০-এর দশকের অপ্রথাগত কমেডি সিনেমায় অভিনয় করে খ্যাতি পান এই অভিনেতা।
ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর অ্যাডাম স্যান্ডলার প্রায় ৭৩ মিলিয়ন ডলার আয় করেছেন।
স্যান্ডলারের এই আয় এসেছে ২০২৩ সালে মুক্তি পাওয়া তার চারটি সিনেমা থেকে। এর মধ্যে তিনটি ছবিতে তিনি অভিনয় করেছেন, একটি প্রযোজনা করেছেন।
'মার্ডার মিস্ট্রি ২'-তে অভিনয় করেন স্যান্ডলার। 'ইউ আর সো নট ইনভাইটেড টু মাই ব্যাট মিটজ' সিনেমায় তাকে দেখা গেছে পার্শ্বচরিত্রে। দুটো ছবিই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। 'মার্ডার মিস্ট্রি ২' নেটফ্লিক্সের ২০২৩ সালের পঞ্চম সর্বাধিক দেখা ছবি ছিল।
এছাড়া গত বছর তিনি 'দ্য আউট-লজ' ছবিটি প্রযোজনা করেন। এতে অভিনয় করেছেন অ্যাডাম ডিভাইন।
গত বছরের শেষদিকে নেটফ্লিক্সের আরেক ছবি 'লিও'-তে নাম ভূমিকায় কণ্ঠ দিয়েছেন স্যান্ডলার।
যে তিনটি ছবিতে অভিনয় করেছেন, তার সবগুলোতেই প্রযোজক হিসেবে ছিলেন এই অভিনেতা। ফলে ছবিগুলোর ডিজিটাল বিক্রির আয় থেকেও ভালো অঙ্কের টাকা পেয়েছেন, যা তার বিশাল আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
গত কয়েক বছর ধরে স্যান্ডলারের সিনেমাগুলো শুধু স্ট্রিমিং প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে, প্রেক্ষাগৃহে নয়। এসব ছবির মধ্যে রয়েছে 'হাসল' (২০২২), 'হিউবি হ্যালোউইন' (২০২১) ও 'মার্ডার মিস্ট্রি' (২০১৯)।
করোনা মহামারির পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া স্যান্ডলারে একমাত্র সিনেমা 'স্পেসম্যান' (২০২৪)। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি।
সর্বশেষ অ্যাডাম স্যান্ডলারের কোনো সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ২০১৯ সালে। ওই বছর মুক্তি পাওয়া ১৯ মিলিয়ন ডলার বাজেটের 'আনকাট জেমস' ছবিটি ৫০ মিলিয়ন ডলার আয় করে।
সর্বশেষ ২০০২ সালে 'মিস্টার ডিডস' ও 'পাঞ্চ-ড্রাঙ্ক লাভ'সহ বেশ কয়েকটি কমেডি ছবিতে অভিনয় করে ফোর্বসের তালিকায় শীর্ষে উঠেছিলেন অ্যাডাম। ওই বছর তার মোট আয় ছিল ৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
২০০২ সালের পর ২০২৩ সালে এসে আবার শীর্ষ স্থান দখল করেছেন তিনি।
শীর্ষ পারিশ্রমিক পাওয়া অন্য অভিনেতারা
২০২৩ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় অ্যাডাম স্যান্ডলারের পর দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রীর মার্গট রবি। গত বছর 'বার্বি' তারকার আয় ছিল ৫৯ মিলিয়ন ডলার। তার সহঅভিনেতা রায়ান গসলিংও শীর্ষ পাঁচে আছেন।
শীর্ষ পাঁচে আছেন টম ক্রুজ ও ম্যাট ড্যামনও। তাদের প্রত্যেকে ৪০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন।