কাশ্মীর ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অধিবাসীদের বিশেষ সুবিধা দানকারী ৩৭০ ধারা বিলোপে ভারত সরকারের সিদ্ধান্তকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বিষয় বলে উল্লেখ করেছে বাংলাদেশ।
আজ (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ মনে করে ৩৭০ ধারা রদ ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সব সময়ই নীতিগতভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ একই সঙ্গে মনে করে যে, সব দেশেরই উচিত উন্নয়নকে গুরুত্ব দেওয়া।”
প্রসঙ্গত, সম্প্রতি (৫ আগস্ট ২০১৯) ভারত সরকার সংবিধানের ৩৭০ ও ৩৫ (এ) ধারা বিলোপ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী শুধু স্থানীয় কাশ্মীরিদের তাদের নিজ রাজ্যে চাকরি পাওয়ার ও জমি কেনার অধিকার আছে। এটি বাতিল হওয়ায় এখন থেকে ভারতের যে কেউ কাশ্মীরের জমি কিনতে ও ব্যবসা–বাণিজ্য করতে পারবে।
ভারতের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ভারতের এই বেআইনি সিদ্ধান্তের ফলে আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নষ্ট হবে’।
এর পরপরই ইমরান খানের সরকার ভারতের সঙ্গে বাণিজ্যিক-সাংস্কৃতিক সম্পর্ক ছেদ করার পাশাপাশি ইসলামাবাদ থেকে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে এবং দিল্লি থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়।
এমনকি প্রতিবাদ হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরেও। তাদের বিক্ষোভ দমনে ভারত সরকার কারফিউ জারি করে,বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগসহ গণযোগাযোগের সব মাধ্যম।