চকবাজারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের কামালবাগের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি।
দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। আধা ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।