ঈদ যাত্রা: ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ (১৩ মার্চ) রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী জানিয়েছেন, ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ এবং ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ বিক্রি হবে।
তিনি আরো জানিয়েছেন, সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।
শাহাদাত আলী আরও বলেন, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
১৩ এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে।