এশিয়া কাপ বাতিল হয়নি, বলছে পিসিবি
একদিনের ব্যবধানে এশিয়া কাপ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেল। বুধবার ইনস্টাগ্রামের এক লাইভ শোতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। কিন্তু এর পরদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। গাঙ্গুলির কথার কোনো ভিত্তি নেই।
ইনস্টাগ্রামের লাইভ শোতে গাঙ্গুলি রীতিমতো এশিয়া কাপ বাতিলের ঘোষণাই দিয়ে দেন। ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, যেটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।'
ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিধর বোর্ডের সভাপতির ঘোষণা কানেই তুলছে না পাকিস্তান। আয়োজক দেশের বোর্ড বলছে, গাঙ্গুলির ঘোষণার সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই। কারণ, আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এসিসি।
গাঙ্গুলির মন্তব্যের সমালোচনা করে পিসিবির মিডিয়া কমিটির প্রধান সামিউল হাসান বলেছেন, 'সৌরভ গাঙ্গুলি যে বক্তব্য দিয়েছেন, সেটার কোনো প্রভাব পড়বে না। যদি সে প্রতি সপ্তাহে এমন মন্তব্য করে, তাহলে কথার কোনো মূল্য থাকে না। এশিয়া কাপের সিদ্ধান্ত এসিসি নেবে। এসিসির প্রধান নাজমুল হাসানই কেবল ঘোষণাটা দিতে পারেন। আমাদের জানা মতে, আগামী এসিসি বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এসিসির প্রধানের পদে আছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে চিকিৎসাধীন। এশিয়া কাপ বাতিল হওয়ার ক্ষেত্রে নাজমুল হাসানের মতামতের বিষয়টি যে কারও চেয়ে বেশি গুরুত্ব বহন করে। কিন্তু তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এমনকি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এ বিষয়ে কিছু জানেন না।
জালাল ইউনুস বলেছেন, 'এ বিষয়ে এখনও কিছু শুনিনি আমরা। চিকিৎসার জন্য বিসিবি সভাপতি বর্তমানে লন্ডনে আছেন। সেখান আজ তার অস্ত্রোপচার হওয়ার কথা। এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, সেটা জানতে এই মুহূর্তে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ নেই।'
আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত দেশটিতে সফর করতে না চাওয়ায় আসরটি সরিয়ে নেওয়া হয়।