অস্বচ্ছল ক্রীড়াবিদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভাতা
করোনাভাইরাসের ছোবলে সব জায়গার মতো প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। এতে আয়ের পথ বন্ধ হয়ে গেছে বিভিন্ন খেলার খেলোয়াড়দের। অনেকেই কঠিন সময় পার করছেন। এসব অস্বচ্ছল ক্রীড়াবিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অস্বচ্ছল ক্রীড়াবিদদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক বৈঠকের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এক হাজার ১৫০ জন ক্রীড়াবিদকে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়া হবে। ২০১৯-২০ অর্থ বছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ভাতা আগামী এক বছর দেওয়া হবে। অর্থাৎ, ১২ মাসে ২৪ হাজার টাকা করে পাবেন অস্বচ্ছল এসব ক্রীড়াবিদ।
এনএসসিতে বৈঠকের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'স্বাধীনতার পরই অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এই ফাউন্ডেশন সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে।'
গত কয়েক মাসে ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমরা করোনাভাইরাস মহামারী চলাকালে ৫০ জন অস্বচ্ছল খেলোয়াড় বা ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লক্ষ টাকা দিয়েছি। ইতিমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা অনুদান দিয়েছি।'
'এবার ২০১৯-২০২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে এক হাজার ১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদের প্রত্যেককে বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে দুই হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকা অচিরেই প্রদান করা হবে।'