জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন দেশের ৩ নারী গবেষক
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোসে চলমান জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন 'কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস'-এ অংশগ্রহণ করছেন বাংলাদেশের তিন নারী জলবায়ু গবেষক।
তারা হলেন রউফা খানম, শারমীন নাহার নীপা এবং ওয়াফা আলম। ১৯ মার্চ শুরু হওয়া এ সম্মেলন চলবে মোট পাঁচদিন।
পৃথিবীর স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সম্মেলনে অংশ নিচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট পাবলিক হেলথ স্কুল এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ।
বাংলাদেশের তিন গবেষক বৃহস্পতিবার (২১ মার্চ) সম্মেলনে দক্ষিণ এশিয়ার জলবায়ু সম্পর্কে বক্তব্য উপস্থান করেন। আজ শুক্রবার বার্বাডোস সময় সকাল ১০টায় তারা বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করবেন।
জলবায়ু গবেষক রউফা খানম বলেন, 'কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু সম্পর্কে সকলকে অবগত করার একটি বড় প্ল্যাটফর্ম। কোলাবোরেটিভ এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের।'
জলবায়ু গবেষক শারমীন নাহার নীপা বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা নিরসনে পুরো পৃথিবীর মানুষকে সচেতন হতে হবে। এ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের অন্যতম একটি মাধ্যম হিসেবে কাজ করছে কানেক্টিং ক্লাইমেট মাইন্ডস।
বিশ্বের অনেক খ্যাতনামা গবেষকদের সঙ্গে নিজেদের জ্ঞান বিনিময়ের জন্য এ মাধ্যমটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।