মেসিকে ছাড়াই বড় জয় আর্জেন্টিনার
চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের প্রাণভোমরাকে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে আলবিসেলেস্তেরা।
এল সালভাদরকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ক্রিস্টিয়ান রোমেরো, এনসো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসোর পা থেকে এসেছে গোলগুলো। ১৬ মিনিটে রোমেরোর গোলে এগিয়ে যাওয়ার পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এনসো ফার্নান্দেজ। ৪২ মিনিটে গোলটি আসে এই মিডফিল্ডারের পা থেকে।
৫২ মিনিট দুর্দান্ত এক দলীয় খেলার ফসল ঘরে তোলেন লো সেলসো। লাউতারো মার্তিনেজের পাস থেকে আর্জেন্টিনাকে তিন গোলের লিড এনে দেন এই মিডফিল্ডার। এরপর আরও গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। লস অ্যাঞ্জেলেসে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।