চবি ক্যাম্পাসের ঝর্ণায় ডুবে ছাত্রলীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ঝর্ণায় পড়ে সাইফুল রহমান মুন্না (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সোমবার দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল মুন্নার মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল ১০টার দিকে কলা অনুষদের পাশের ঝর্ণায় পড়ে যান মুন্না।
মুন্না ক্যাম্পাস সংলগ্ন ফতেপুর ইউনিয়নের আলম ফকিরের বাড়ির সিরাজুল হকের ছেলে।
হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল সিফেন্সের সহকারী স্টেশন অফিসার ও টিম লিডার আবু জাফর বলেন, চবি ক্যাম্পাসে একজন তরুণ ঝর্ণায় পড়ে যান। স্রোতের গতি বেশি থাকায় দ্রুত তিনি পানিতে তলিয়ে যান।
তিনি আরও বলেন, ঝর্ণার পাশে একটি পাহাড়ে ওই তরুণের বাগান আছে। পাহাড় বেয়ে তিনি বাগানে যাচ্ছিলেন। পথে পা পিছলে ঝর্ণায় পড়ে যান।
চবি প্রক্টর রবিউল হাসান ভূইয়া বলেন, সকালে একজন তরুণ ঝর্ণায় পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। দুপুরে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আলম ফকিরের বাড়ির বাসিন্দা। মরদেহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ১২ অক্টোবর একই ঝর্ণায় পড়ে চবির দুই শিক্ষার্থী মারা যান। এরপর ঝর্ণায় যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।