ম্যাচ শুরু সকাল ৯টায়, মাঠেই যেতে পারলেন না মাশরাফি-তামিমরা
ঢাকা প্রিমিয়ার লিগে আজ সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুটি ম্যাচ ছিল, খেলা শুরু হওয়ার কথা সকাল ৯টায়। কিন্তু এর অনেক পরও ভেন্যুতে গিয়ে পৌঁছাতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ দুটি বাতিলই হয়ে যায়। সাভারের জোরপুলে সড়ক দুর্ঘটনার পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লেজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাব ম্যাচ দুটি ম্যাচ বাতিল করা হয়।
ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেকক্ষণ যানজটে বসে থেকেও দলগুলো বিকেএসপিতে পৌঁছাতে পারেনি। কখন পৌঁছানো সম্ভব হবে, এ সম্পর্কে ধারণা না পেয়ে ম্যাচ দুটি আজকের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
ম্যাচ দুটি বাতিলের কথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। ম্যাচ দুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আগামীকালের ম্যাচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী পরশু কোনো ম্যাচ ছিল না।
টিবিএসকে আলী হোসেন বলেন, 'অনেকক্ষণ অপেক্ষা করে তারপর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে হয় আমাদের। দুর্ঘটনার কারণে ম্যাচ দুটি আজকের জন্য বাতিল করা ছাড়া উপায় ছিল না। বডিলি শিফট হয়ে আজকের ম্যাচ কাল ও কালকের ম্যাচ পরশু অনুষ্ঠিত হবে। সূচি অনুযযায় পরশু দিন কোনো খেলা ছিল না, এ কারণেই বডিলি শিফট করা।'
মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। লরিটি উল্টে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও চারটি গাড়িতে। দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া আরও তিনজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।