নিলামে মোহাম্মদ আলির শর্টস, বিক্রি হতে পারে ৬ মিলিয়ন ডলারে!
বলা হয়ে থাকে সর্বকালের অন্যতম সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলি। 'থ্রিলা ইন ম্যানিলা' লড়াইয়ে আলি যে শর্টস (হাফ প্যান্ট) পরে জো ফ্রেজিয়ারকে হারিয়েছিলেন সেটি এবার উঠেছে নিলামে। নিউইয়র্কে নিলামে তুলেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি। আশা করা হচ্ছে অন্তত ৬ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যে সাদা ও কালো স্ট্রিপের শর্টসটি বিক্রি হবে।
১৯৭৫ সালে ফিলিপাইনে 'থ্রিলা ইন ম্যানিলা' লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের মুখোমুখি হয়েছিলেন মোহাম্মদ আলি। তুমুল লড়াইয়ের পর ১৪ রাউন্ড পর্যন্ত গড়ানো ম্যাচটির শিরোপা যায় শেষ পর্যন্ত আলির হাতে। এই ম্যাচটিকে অনেকে বক্সিং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ট্রিলজি হিসেবে বিবেচনা করেন।
নিলাম সংস্থা সোথবি জানিয়েছে, এভারলাস্ট ব্র্যান্ডের শর্টসটিতে মোহম্মদ আলির একটি সইও রয়েছে। সাদা ও কালো স্ট্রিপের এই হাফ প্যান্টটির নিলাম চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শর্টসগুলো এর আগে আলির সহযোগী বুন্দিনির কাছে ছিল। ১৯৮৮ সালে বুন্দিনির মৃত্যুর পর প্রথম শর্টসটি নিলামে উঠে। সে সময় প্রায় ১ হাজার ডলারে বিক্রি হয়েছিল। এরপর থেকে বিভিন্ন নিলামে এটি কেনা-বেচা হয়ে আসছে। সর্বশেষ ২০১২ সালে প্রায় ১ লাখ ৫০ হাজার ডলারে শর্টসটি বিক্রি হয়।
'থ্রিলা ইন ম্যানিলা' ম্যাচে আলিকে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল। প্রচণ্ড গরম আর টিভি চ্যানেলগুলোর লাইটের কারণে অস্বস্তিতে ভুগছিলেন আলি। ওইদিন তৃতীয় এবং শেষবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের মুখোমুখি হয়েছিলেন। আলি ও ফ্রেজিয়ারকে অনেক ধকল পোহাতে হয়েছিল ওই ম্যাচে। লড়াই যেন থামছিলই না। ম্যাচের ভয়াবহতা আঁচ করতে পেরে ১৫ তম রাউন্ডে এসে ফ্রেজিয়ারের কোচ এডি ফাচ রেফারিকে ম্যাচটা থামানোর অনুরোধ করলে কর্নার রিটায়ারমেন্ট (আরটিডি) হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিতে যান আলি।
ম্যাচ শেষে আলি বলেছিলেন, 'মৃত্যুর মতো লেগেছে। মনে পড়ে না এর আগে কখনো মৃত্যুর এত কাছাকাছি গিয়েছি।'
১৯৪২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইভিলে জন্ম হয়েছিল মোহম্মদ আলির। ২০১৬ সালের জুনে ৭৪ বছর বয়সে অজানা সেপটিক শক থেকে মারা যান এ কিংবদন্তী।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন