পোর্টেবল ফোর-জি ওয়াইফাই রাউটার নিয়ে এলো গ্রামীণফোন
বাংলাদেশের যেকোনো প্রান্তে সহজে ব্যবহারযোগ্য, নতুন একটি পকেট রাউটার বাজারে এনেছে গ্রামীণফোন। ওই রাউটারে ফোর-জি মোবাইল ডাটা পাওয়া যাবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে কাজ করার সুবিধার্থে পণ্যটি বাজারে এনেছে এই টেলিকম কোম্পানি।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি, আমাদের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যকে আরও সামনে এগিয়ে নিতে ডিভাইসটি ভূমিকা রাখবে।
একটি রাউটার ব্যবহার করে একসঙ্গে ১০ জন ব্যবহারকারী দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন।
দুই বছরের ওয়ারেন্টিযুক্ত রাউটারটির দাম ২ হাজার ৯৯৯ টাকা।