বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
জিম্বাবুয়ে ক্রিকেট দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের দীর্ঘ ক্যারিয়ার। ১১ বছরে দেশটির হয়ে ৬০টি টেস্ট ও ১৮৮টি ওয়ানডে খেলেছেন সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ে দলে ক্যাম্পবেলের আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে তার ভূমিকা বাবা হিসেবে। জিম্বাবুয়ে ক্রিকেট দলে ডাক পেয়েছেন তার ছেলে জোনাথন ক্যাম্পবেল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সফরের জন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। এই স্কোয়াডে ডাক মিলেছে জোনাথনের। বাবার দল বা নিজের দেশের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ৩০টি প্রথম শ্রেণি, ৩৯টি লিস্ট 'এ' ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
জোনাথন টপ অর্ডার ব্যাটসম্যান, টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বোলিংয়ের দায়িত্বও সামলান ঠিকঠাক, নিয়মিত করেন লেগ স্পিন। বাংলাদেশ সফরে ডাক পাওয়া জোনাথন ও দুই তরুণ ক্রিকেটার ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন।
সিকান্দার রাজার নেতৃত্বে ঘোষণা করা দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরাম। বাকি সবাই গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দলে ছিলেন।
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে। প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে মে মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলে এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।