যুক্তরাষ্ট্রের ইউসিএলএ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস (ইউসিএলএ) ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সংবাদপত্র ডেইলি ব্রুইনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় ইসরায়েলপন্থীরা ফিলিস্তিনপন্থীদের একটি শিবির ভেঙে ফেলার চেষ্টা চালায়।
সম্প্রচারমাধ্যম কেএবিসির ফুটেজে কয়েকজনকে লাঠি কিংবা খুঁটি দিয়ে ফিলিস্তিনপন্থীদের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করতে দেখা গেছে। তাদের মধ্যে কারো কারো হাতে ছিল প্ল্যাকার্ড ও ছাতা।
এদিকে সংঘর্ষের সময় টিয়ার-গ্যাস ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ডেইলি ব্রুইন পত্রিকার ক্যাম্পাস রিপোর্টার ডিলান উইনওয়ার্ড।
তিনি বলেন, ওই সংঘর্ষের খবর সংগ্রহের সময় তিনি টিয়ার গ্যাসের মুখে পড়েন। ইসরায়েলপন্থী বিক্ষোভকারীরা স্থানীয় সময় রাত ১০টা থেকে সেখানে জড়ো হচ্ছিল। তারা আতশবাজি, পানির বোতল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এ হামলার পর এক ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থী জানিয়েছেন, সহিংসতা এখন সম্পূর্ণ নতুন পর্যায়ে পৌঁছাল। তারা সহিংসতাকে উসকে দিতে শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বলেন, 'তারা প্রতি রাতে ইহুদিবাদী আগ্রাসনের সম্মুখীন হচ্ছেন। সৌভাগ্যক্রমে আমি শারীরিকভাবে নিরাপদ, কিন্তু আমার অনেক সহপাঠী নিরাপদ নয়।'
ফিলিস্তিনপন্থী আরেক শিক্ষার্থী বলেন, 'তারা (ইসরায়েলপন্থীরা) এখানে এসে আমাদের ওপর আক্রমণ করে।'
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মেরি ওসাকো ঘটনাটিকে 'ভয়াবহ সহিংসতা' বলে উল্লেখ করেছেন।
পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে থাকেন।
লস অ্যাঞ্জেলসের নগর পর্ষদের সদস্য কেটি ইয়ারোস্লাভস্কি এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেন, 'সবারই কথা বলার ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কিন্তু ইউসিএলএ ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং ক্যাম্পাস আর নিরাপদ নয়।'
এর আগে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তারও করা হয়। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভবনটি দখলে নিয়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছিল।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। এর শুরুটা হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আন্দোলনের অংশ হিসেবে তারা ক্যাম্পাসে ভেতর তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। দ্রুতই এ বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ ইউরোপ ও অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ে।
অনুবাদ: রেদওয়ানুল হক