সোনার দাম ভরিতে ১০৫০ টাকা বাড়ল
বেশ কয়েক দফা দাম কমার পর এবার ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (৫ মে) থেকে এ মূল্য কার্যকর হবে।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৪ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (খাঁটি সোনা) দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে আগামীকাল রবিবার থেকে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে বেশ কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৯ হাজার ১৬৩ টাকা।