অবশেষে করোনামুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো
অবশেষে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনা পরীক্ষার রিপোর্টে 'নেগেটিভ' এসেছে। শনিবার নিজের ফেসবুক পেজ থেকে নিজেই এ তথ্য জানান তিনি। পরে তিনি একটি মোটর শোভাযাত্রাও অংশ নেন।
পোস্টে তিনি লেখেন, 'সারস-কোভ 2 এর জন্য আরটি-পিসিআর পরীক্ষার ফল নেতিবাচক এবং সবাইকে শুভ সকাল' ।
ফেসবুকের ওই পোস্টে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় এক বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন হাতে বসে থাকতে দেখা গেছে। যদিও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে মতভেদ আছে বিশেষজ্ঞদের, তবু এসবের তোয়াক্কা না করে শুরু থেকেই এই ওষুধটির প্রতি সমর্থন জানিয়ে আসছেন বোলসোনারো।
৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিনবার তার করোনার নমুনার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। নিজের করোনামুক্তির কথা জানালেও কখন তার চতুর্থ পরীক্ষা হয়েছে বোলসোনারো এ ব্যাপারে কিছু জানাননি।
এ মহামারি শুরু হওয়ার পর থেকে বয়ারবরই একে তুচ্ছজ্ঞান করে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার মতো বিভিন্ন স্বাস্থ্যবিধিকে অবজ্ঞা করেন। নিজ দেশে মৃত্যু ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলেও তাঁর এই চরিত্র বদলায়নি।
করোনা সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে ২৩ লাখের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৮৫ হাজারের বেশি মারা গেছেন।