মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে যে চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন, সেটা নিশ্চিতই ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াই বাকি ছিল। সেটাও আজ দিয়ে দিয়েছেন ফরাসি তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে এমবাপ্পে নিশ্চিত করেছেন, এটিই ছিল পিএসজির হয়ে তার শেষ মৌসুম। রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই হবে পিএসজির জার্সিতে এমবাপ্পের শেষ ম্যাচ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে এমবাপ্পে বলেছেন, 'আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা সামনের কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে। রবিবার পার্ক দে প্রিন্সেসে শেষ ম্যাচ খেলব।'
২০১৭ সালে ধারে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। সাত বছর ধরে পিএসজির হয়ে খেলেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। ফরাসি ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। সঙ্গে ১০৮টি গোল করিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারিতেই পিএসজি ছাড়ার ইচ্ছার কথা জানান এমবাপ্পে। পিএসজির হয়ে অন্য সব ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন লিগ জেতা হয়নি এমবাপ্পের। সর্বশেষ গত ৯ মে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল থেকে ছিটকে যায় পিএসজি।
তবে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেও এই ভিডিওতে এমবাপ্পে কোথায় যাচ্ছেন তা নিয়ে কিছুই বলেননি। এটা মোটামুটি নিশ্চিতই এমবাপ্পে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। যা শুধু এমবাপ্পের মুখ থেকেই শোনা বাকি।