পাউরুটিতে ইঁদুরের দেহাবশেষ, তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার প্যাকেট রুটি, দেওয়া হচ্ছে মূল্যফেরত
জাপানের অন্যতম বিখ্যাত কোম্পানির পাউরুটিতে ইঁদুরের দেহাবশেষ পাওয়া যাওয়ায় বাজার থেকে হাজার হাজার প্যাকেট পাউরুটি তুলে নিচ্ছে কোম্পানিটি। সেইসঙ্গে পাউরুটির দামও ফেরত দিচ্ছে তারা।
পাস্কো সিকিশিমা কর্পোরেশনের তৈরি প্রায় ১ লাখ ৪ হাজার প্যাকেট সাদা পাউরুটি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। কোম্পানিটির অন্তত দুটি রুটির প্যাকেটে কালো ইঁদুরের দেহাবশেষ পাওয়া গেছে।
জনপ্রিয় পাস্কো রুটি জাপানের বহু পরিবারেই প্রধান খাবার। দেশটির সুপারমার্কেটসহ সব দোকানেই এ ব্র্যান্ডের রুটি পাওয়া যায়।
তবে ইঁদুরের দেহাবেশেষ পাওয়ার ঘটনায় পাস্কোর রুটি খেয়ে এখন পর্যন্ত কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি বলে চলতি সপ্তাহের গোড়ার দিকে এক বিবৃতিতে জানিয়েছে পাস্কো।
বিবৃতিতে কোম্পানিটি বলেছে, 'আমাদের গ্রাহক, ব্যবসায়িক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার অসুবিধার জন্য আমরা গভীর দুঃখপ্রকাশ করছি।'
টোকিওর একটি কারখানায় উৎপাদন করা হয়েছিল ওই রুটি। কারখানাটির অ্যাসেম্বলি লাইন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
রুটিতে কীভাবে ইঁদুরের দেহাবশেষ গেল, সে এ বিষয়ে কিছু জানায়নি পাস্কো। তবে এরকম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মান বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।
এ ঘটনার পর কোম্পানিটি তাদের ওয়েবসাইটে একটি ফর্ম প্রকাশ করেছে। এতে ক্ষতিগ্রস্ত ক্রেতারা অনলাইনে রুটির প্যাকেটের মূল্য ফেরত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
পাস্কোর পণ্য যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশেও রপ্তানি করা হয়।
উচ্চমানের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিখ্যাত জাপান। দেশটিতে কোনো খাবার বাজার থেকে উঠিয়ে নেওয়ার ঘটনা বিরল।
তবে সম্প্রতি জাপানে খাবার-সংক্রান্ত কিছু উদ্বেগ দেখা দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে জাপানের উত্তর-পূর্বাঞ্চলের মিয়াগি অঞ্চলে কয়েকশো শিক্ষার্থী তাদের স্কুল থেকে দেওয়া দুধ পান করে অসুস্থ হয়ে পড়েছল।
মার্চে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোবায়াশি ফার্মাসিউটিক্যাল তাদের কোলেস্টেরল কমানোর ডায়েট সাপ্লিমেন্ট বাজার থেকে তুলে নিয়েছে। কারণ গত মাসে এ সাপ্লিমেন্ট খেয়ে মৃত্যুর পাঁচটি ঘটনা তারা তদন্ত করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত বছর রাইস বলের মধ্যে তেলাপোকা পাওয়ায় এ খাবার প্রত্যাহার করে ক্ষমা চেয়েছিল চেইন সুপারশপ সেভেন-ইলেভেন।