রেকর্ড ৩০ বারের মতো এভারেস্টের চূড়ায় উঠেছেন শেরপা কামি, মে মাসেই উঠেছেন দুইবার
নেপালের জনপ্রিয় শেরপা কামি রিতা রেকর্ড ৩০ বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন। এ মাসেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় তিনি দুইবার উঠেছেন।
এভারেস্টের ব্যাজ ক্যাম্পের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা খিম লাল গৌতম জানিয়েছেন, আজ স্থানীয় সময় সকাল ৭টা ৪৯ মিনিটে এভারেস্টের ৮ হাজার ৮শ ৪৯ মিটার চূড়ায় পৌঁছেছেন তিনি।
সেভেন সামিট ট্র্যাকস এর আয়োজিত একটি অভিযানের অংশ হিসেবেই কামি রিতা এ মাসে দ্বিতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর আগে ১২ মে তিনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। সেভেন সামিট ট্র্যাকস এর মিংমা শেরপা তার (কামি রিতা) সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯৪ সাল থেকে এভারেস্ট-যাত্রা শুরু করে গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখাচ্ছেন তিনি। গাইড হিসেবে গত ২০ বছর ধরে বছরে অন্তত একবার এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন তিনি।
কামি রিতা দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ও স্বদেশী পাসাং দাওয়া শেরপা থেকে তার মুকুট পুনরুদ্ধার করতে গত বছরও দুইবার এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।
প্রতি বছর এভারেস্ট জয় করার লক্ষ্যে আসা বিদেশি পর্বতারোহীদের নিরাপত্তা ও সাফল্যের জন্য কামি রিতার মতো শেরপা গাইডদের অভিজ্ঞতা ও দক্ষতা অনেক গুরুত্বপূর্ণ। তার বাবাও একজন শেরপা গাইড ছিলেন।
একাধিকবার এভারেস্ট জয় করার পাশাপাশি কামি রিতা কে২ (কেটু), চো ওয়ু, মানাস্লু লোৎসের মতো হিমালয় পর্বতমালার সুউচ্চ পর্বতগুলো আহরণ করেছেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়