১ জুন ঢাকার ৩ হাজার ৭৩২ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
আগামী ১ জুন ঢাকার মোট ৩ হাজার ৭৩২ কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫০ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে
ওইদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯০৫টি কেন্দ্র এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ হাজার ৮২৭টি কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
১ জুন শনিবার ঢাকার এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩০ মে) ডিএনসিসি'র নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'ডিএনসিসি'র ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ভিজিলেন্স টিম নিয়োজিত থাকবে।'
তিনি আরও বলেন, 'ঢাকা উত্তরের এবারের লক্ষ্যমাত্রা ৬ মাস থেকে ১১ মাস বয়সের ১ লাখ ৩ হাজার ৮৮৮ শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাসের ৪ লাখ ৭৫ হাজার ৩৭০টি শিশু। এজন্য আমাদের ৩৮০৮ জন স্বাস্থ্যকর্মী এবং ২০৮ জন সুপারভাইজার কাজ করবে। আমাদের কেন্দ্রে যত শিশু আসবে সবাইকেই আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো।'
এর আগে বুধবার (২৯ মে) এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, 'ডিএসসিসি'র আওতাধীন এলাকায় ১ হাজার ৮২৭ কেন্দ্রে এবার ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।'
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে দুইবার ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়।