৫৭টি আসন, ১০ কোটির বেশি ভোটার, ভারতে শেষ দফার ভোট চলছে
আজ (শনিবার) ভারতে চলছে লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট। এরপর শুধু ভোটের ফলাফলের জন্য অপেক্ষা। আগামী ৪ জুন জানা যাবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে।
আজ সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ভোট চলছে। যাতে মোট ৫৭টি লোকসভা আসন রয়েছে।
সপ্তম দফায় এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তরপ্রদেশের বারাণসী আসনের প্রার্থী। এখান থেকে তিনি দু'বারের লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছেন।
বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দুইদিন পরেই জানা যাবে টানা তৃতীয় মেয়াদে মোদি প্রধানমন্ত্রী হচ্ছেন না-কি অন্য কেউ বসতে যাচ্ছেন দিল্লির মসনদে।
আজ যে ৫৭টি আসনে ভোট চলছে, তার মধ্যে ১৩টি তফসিলি জাতির প্রার্থীদের জন্য। আর তিনটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
মোট ১০ লাখ ৯ হাজার ভোটকেন্দ্রে ১০ কোটি ৬ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫.৪২ কোটি, নারী ভোটার ৪.৮২ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৫৭৪ জন।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পাদন করতে ১০ লাখ ৯০ হাজার কর্মকর্তা নিয়োজিত রয়েছে। একইসাথে ভোটগ্রহণ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন ১৩টি বিশেষ ট্রেন এবং ৮টি হেলিকপ্টার মোতায়েন করেছে।
ভোটদান প্রক্রিয়া তদারকির জন্য ১৭২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মোট ২৭০৭টি ফ্লাইং স্কোয়াড, ২৭৯৯টি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম, ১০৮০টি সার্ভিলেন্স টিম এবং ৫৬০টি ভিডিও দেখার টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।