নেপালকে হারিয়ে এগিয়ে থাকলো নেদারল্যান্ডস
টস হারেই যেন বিপদে পড়ে যায় নেপাল। আগে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডসের বোলারদের বিপক্ষে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হলো দক্ষিণ এশিয়ার দলটিকে। টিম প্রিঙ্গেল, লোগান ফন বিক, পল ফন মিকেরেনদের দারুণ বোলিংয়ের সামনে অল্পতেই শেষ হয় নেপালের ইনিংস। পরে সামান্য পুঁজি নিয়ে লড়লেও তা যথেষ্ট হলো না। তাদেরকে হারের স্বাদ দিয়ে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো নেদারল্যান্ডস।
মঙ্গলবার রাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে ডাচরা। আগে ব্যাটিং করা নেপাল ১৯.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়। তাদের কেবল চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। জবাবে ম্যাক্স ও'দাউদের হাফ সেঞ্চুরির সঙ্গে বিক্রমজিত সিং ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটদের লড়াই সহজেই জেতায় নেদারল্যান্ডসকে, ৮ বল হাতে রেখে জেতে তারা।
ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নেদারল্যান্ডস, ফিরে যান ওপেনার মাইকেল লেভিট। দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে চাপ সামলান হাফ সেঞ্চুরি করা ম্যাক্স ও'দাউদ এবং বিক্রমজিত সিং। বিক্রমনজিতের বিদায়ে ভাঙে এই জুটি, ২৮ বলে ৪টি চারে ২২ রান করেন তিনি।
এরপর সাইব্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে আগান ও'দাউদ, এই জুটি থেকে আসে ২৯ বলে ২৮ রান। এঙ্গেলব্রেখট ১৪ রান করে ফেরার কিছুক্ষণ পর থামেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসও। ৯ রানের মধ্যে ২ উইকেট হারালেও ডে লেডেকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ও'দাউদ। ডানহাতি এই ওপেনার ৪৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ১১ রানে অপরাজিত থাকেন ডে লেডে। নেপালের সম্পাল কামি, দীপেন্দ্র সিং ও অবিনাশ বোহরা একটি করে উইকেট পানG
এর আগে ব্যাটিং করতে নামা নেপালের শুরুটা ভালো ছিল না। দলীয় ১০ রানেই ওপেনার আসিফ শেখকে হারায় তারা। শুরুর চাপ কাটিয়ে ওঠার আগেই ফিরে যান আরেক ওপেনার কুশল ভার্তেল। ১৫ রানে ২ উইকেট হারানো দলে কিছুটা স্বস্তি ফেরান অনিল সাহ ও রোহিত পাউডেল। তৃতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েন তারা।
এই জুটি ভাঙার পর আর কাউকে সঙ্গে পাননি রোহিত। একাই তিনি ১৬ ওভার পর্যন্ত লড়ে যান, অন্য পাশে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। নেপাল অধিনায়ক ৩৭ বলে ৭টি চারে ৩৫ রান করে আউট হন। শেষ দিকে গুলশান ঝা ১৫ বলে ১৪ ও কারান কেসি ১২ বলে ১৭ রান করেন।
নেদারল্যান্ডসের সব বোলারই নিয়ন্ত্রিত বোলিং করেন। ম্যাচসেরা টিম প্রিঙ্গেল ৪ ওভারে ২০ রানে ৩টি উইকেট নেন। লোগান ফন বিকেরও শিকার ৩ উইকেট, ৩.২ ওভারে তার খরচা ১৮ রান। দারুণ বোলিং করা পল ফন মিকেরেন ও বাস ডে লেডে ২টি করে উইকেট নেন। সুইংয়ে নেপাল ব্যাটসম্যানদের কাবু করা ভিভিয়ান কিংমা ভালো বোলিং করলেও উইকেট পাননি। ৪ ওভারে ২৩ রান দেন তিনি।