রিয়াল-এমবাপ্পে চুক্তির যতো খুঁটিনাটি
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে গেছেন আনুষ্ঠানিকভাবেই। বেশ কয়েকবার চেষ্টার পর তাকে দলে ভেড়াতে পেরেছে লস ব্লাঙ্কোসরা। পিএসজি ছেড়ে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিয়েছেন ফরাসি তারকা।
এমবাপ্পেকে কিনতে রিয়ালের কোনো টাকা খরচ করতে হয়নি। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রিয়ালে মুক্ত খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি উইঙ্গার৷ তবে বেতন, যোগ দেওয়ার বোনাস হিসেবে এমবাপ্পে বেশ মোটা অঙ্কের টাকা পাবেন রিয়াল মাদ্রিদের কাছ থেকে।
এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ পাঁচ বছরের। শুধু চুক্তি করার জন্যই বোনাস হিসেবে প্রায় ১৫০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৭০০ কোটি টাকা পাবেন এমবাপ্পে। চুক্তির পাঁচ বছরে এই টাকা তাকে ভাগ ভাগ করে দেবে রিয়াল। এছাড়া প্রতি বছর ১৫-২০ মিলিয়ন ইউরোর মধ্যে বেতন পাবেন এই ফরাসি তারকা।
নিজের ইমেজ স্বত্ব থেকে যে আয় হবে, তার মধ্যে ৮০ শতাংশ পাবেন এই ফরোয়ার্ড। তবে নতুন খেলোয়াড়ের ক্ষেত্রে ক্লাব সাধারণত ইমেজ স্বত্ব ৫০–৫০ অনুপাতে ভাগ করে নেয়।নাইকি, হাবলট, অরেঞ্জ, ইএ স্পোর্টস, দিওর–এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি রয়েছে এমবাপ্পের। এসব চুক্তি থেকে এই মুহূর্তে বছরে প্রায় তিন কোটি ইউরো পেয়ে থাকেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
রিয়ালে সামনের মৌসুমে নয় নাম্বার জার্সি পরবেন এমবাপ্পে। ক্লাবটির ৩৮ বছর বয়সী কিংবদন্তি লুকা মদরিচ সম্প্রতি এক বছরের চুক্তি নবায়ন করেছেন। আগামী মৌসুম খেলে ক্রোয়াট কিংবদন্তি চলে যাওয়ার পর তার ১০ নম্বর জার্সিটি পাবেন এমবাপ্পে।