এমপি আজীমকে হত্যার একাধিক পরিকল্পনা ছিল: স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিমুল ভূঁইয়া
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়া বুধবার (৬ মে) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তৃতীয় আসামি।
তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে হাজির করে পুলিশ।
আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় শিমুলের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সূত্র জানায়, শিমুল ভূঁইয়া জানান যে এমপি আজীমকে একাধিকবার হত্যার পরিকল্পনা করা হয়। কিন্তু সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ কলকাতায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়। কলকাতার ওই ফ্ল্যাটে প্রথমে আজীমকে ক্লোরোফর্ম দিয়ে অবচেতন করা হয়। পরে তার কিছু অশ্লীল ছবি তোলা হয়। এরপর তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় জিহাদসহ আরও বেশ কয়েকজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন শিমুল।
এর আগে গত মঙ্গলবার এ মামলার আরেক আসামি তানভীর ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সূত্র জানায়, তানভীর আদালতকে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং হত্যার পরিকল্পনার বিষয়টিও জানতেন না।
তবে কথিত মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের নির্দেশে এমপি আজীমের ব্যবহৃত সিমগুলো কলকাতা থেকে বেনাপোল বন্দর হয়ে দেশে নিয়ে আসেন তিনি।