শিখ নেতা পান্নুন খুনের ছক কষার ঘটনায় ভারতীয় নাগরিকের প্রত্যর্পণ আমেরিকায়
আমেরিকায় প্রত্যর্পণ করা হয়েছে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে। শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযুক্ত নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে, নিখিলকে আপাতত ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। গত সপ্তাহান্তেই আমেরিকায় নিয়ে যাওয়া হয় নিখিলকে।
গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত হলেন নিখিল। ২০২৩ সাল থেকেই তিনি চেক প্রজাতন্ত্রের জেলে বন্দি ছিলেন। এই নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই আমেরিকা নিখিলকে তাদের দেশে নিয়ে গিয়ে বিচার সম্পন্ন করতে চেয়েছিল। তাঁর বিরুদ্ধে 'খুনের জন্য বরাত দেওয়ার' ধারায় মামলা দায়ের হয়েছে দেশটির আদালতে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারতের একটি সংস্থার নির্দেশেই নিখিল এই কাজ করেন।
এর আগে ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেফতার করা হয়েছিল। মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, পান্নুনকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলারের রফা হয়েছিল। অগ্রিম বাবদ 'আততায়ী'-কে ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। তবে সেই 'আততায়ী' আদতে মার্কিন প্রশাসনেরই 'আন্ডার কভার এজেন্ট' ছিল। এরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন।
পরে ওয়াশিংটনের অনুরোধে চেক প্রজাতন্ত্র গ্রেফতার করেছিল নিখিলকে। আর এবার নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে নিজেদের দেশে নিয়ে গেল আমেরিকা।
প্রসঙ্গত, কয়েক মাস আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শিখস ফর জাস্টিস প্রধান গুরপতবন্ত সিং পান্নুনকে আমেরিকায় হত্যা করার ছক কষা হয়েছিল। তা নিয়ে ভারতকে সতর্ক করে আমেরিকা।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, বিক্রম যাদব নামে এক 'র' এজেন্ট নাকি পান্নুন হত্যার জন্যে একটি 'হিট টিমকে' টাকা দিয়েছিলেন। এমনকী রিপোর্টে এ-ও দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় নাকি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন 'র' প্রধান সমন্ত গোয়েল। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিষয়টি জানতেন। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন খারিজ করে ভারত।