নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেওয়ার ঘোষণা ট্রাম্পের
পুনর্নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের কলেজগুলোর বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার সিলিকন ভ্যালির প্রযুক্তি বিনিয়োগকারীদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
এসময় তিনি যুক্তরাষ্ট্রে প্রতিভাবানদের অবস্থান করা সহজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট করা যে কেউ সে দেশেই থাকতে পারবে।
চামাথ পালিহাপিটিয়া, জেসন ক্যালাকানিস, ডেভিড স্যাকস এবং ডেভিড ফ্রিডবার্গের সঞ্চালনায় অনুষ্ঠিত 'অল-ইন পডকাস্ট'-এ ট্রাম্প বলেন, 'এটা খুবই দুঃখজনক যখন আমরা হার্ভার্ড, এমআইটি'র মতো প্রতিষ্ঠানে লেখাপড়া করা শিক্ষার্থীদের ধরে রাখতে পারি না।'
তিনি বলেন, 'আমি মনে করি ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিংভাবেই তাদের গ্রিন কার্ড পাওয়া উচিত, যাতে তারা এ দেশেই থাকতে পারেন।'
গ্রিন কার্ড কোনো ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয় এবং নাগরিকত্ব নিশ্চিত করে।
এই ঘোষণার মধ্যদিয়ে অভিবাসন বিষয়ে আগের কঠোর অবস্থান থেকে একেবারে ভিন্ন মোড় নিয়েছেন ট্রাম্প।
এর আগে অভিবাসীরা 'আমাদের দেশের রক্তকে বিষিয়ে তুলছে'- বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
এমনকি আগামী নভেম্বরে পুনর্নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতারণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এছাড়া তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিবাসনের প্রতি নরম মনোভাব বলে বারবার আক্রমণও করেছেন ট্রাম্প।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হিসাব অনুযায়ী, প্রায় ১ কোটি ১০ লাখ অভিবাসী অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
ট্রাম্প মুখে শুধু অনিবন্ধিত অভিবাসীদের কথা বললেও, তার ক্ষমতাকালে তিনি দেশটিতে বৈধ অভিবাসীদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে হ্রাস করেছিলেন।