বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বড় স্বপ্ন না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বটা ভালোই গেছে বাংলাদেশের। তিন ম্যাচ জিতে সুপার এইটে ওঠে নাজমুল হোসেন শান্তর। এই পর্বে সব প্রতিপক্ষই কঠিন, কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ দারুণ কিছু করে দেখানোর আশায়। যদিও প্রথম ম্যাচ ভালো যায়নি, অস্ট্রেলিয়ার বিপক্ষে এক প্রকার আত্মসমর্পণ করেই হেরেছে তারা।
সুপার এইটে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য তাই বাঁচা মরার লড়াই। সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই শান্ত-সাকিবদের। এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ম্যাচটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বোলার কমিয়ে ব্যাটিং শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। একাদশে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিককে। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে রোহিত শর্মার দল।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১২ ম্যাচেই জিতেছে ভারত, বাংলাদেশের জয় একটিতে। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৪টি, সবকটিতেই সঙ্গী হয় হার। এরমধ্যে একটি হার হৃদয়ভাঙার মতো। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারে কাছে গিয়েও হেরে যায় বাংলাদেশ। শেষ ৩ বলে ২ রান তুলতে পারেনি তারা, হার মানে ১ রানে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্য কুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।