হৃদয়-সাকিবের বিদায়ে আরও চাপে বাংলাদেশ
উইকেট না হারালেও দ্রুত গতিতে রান তুলতে পারছিল না বাংলাদেশ। এর মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২টি উইকেট হারিয়ে আরও চাপে পড়ে গেছে বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। জয়ের জন্য ৩৬ বলে ৯৭ রান দরকার তাদের। একপাশ ধরে এগিয়ে যাওয়া নাজমুল হোসেন শান্ত ২৮ বলে ৩৯ রানে ব্যাটিং করছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে ১ রানে উইকেটে আছেন।
থামলেন তানজিদ, রান তোলায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ
লিটন কুমার দাসের বিদায়ের পর সামলে নিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রয়োজনীয় অনুসারে রান না তুলতে পারলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ দুজন। কিন্তু তানজিদ-শান্তর জুটি ভেঙে দিলেন ভারতের রিস্ট স্পিনার কুলদীপ যাদব।
২ উইকেট গেল বাংলাদেশের, সঙ্গে রান তোলায়ও পিছিয়ে পড়ছে তারা। ১০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৭ রান। জয়ের জন্য ৬০ বলে তাদের দরকার ১২৯ রান।
উইকেট হাতে থাকার পরও বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দাপুটে ব্যাটিং করতে পারছেন না। শান্ত ১৭ বলে ২১ ও তাওহিদ হৃদয় ২ বলে ১ রানে ব্যাটিং করছেন।
ফিরে গেলেন লিটন
১৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। ৪ ওভারে বিনা উইকেটে স্কোরকার্ডে ২৭ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এই জুটি ভেঙে বাংলাদেশের চাপ বাড়ালেন ভারতের পেসার হার্দিক পান্ডিয়া।
হার্দিকের করা অফ স্টাম্পের বাইরের বল টেনে উড়িয়ে মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন লিটন। ডানহাতি এই ওপেনার ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করেন।
পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। তানজিদ ২৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ রানে ব্যাটিং করছেন। যদিও এর মধ্যে জীবন পেয়েছেন তানজিদ। জাতপ্রিত বুমরাহর করা ইনিংসের ষষ্ঠ ওভারে তোর তোলা সহজ ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক ঋষভ পন্ত।